ক্ষুদ্র ব্যবসায়ীর পাশে পরিবেশক প্রতিষ্ঠান আকরাম এন্টার প্রাইজ

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
বিশেষ পরিস্থিতিতিতে অর্তমানবতার সেবায় ক্ষুদ্র দোকানির পাশে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান পাশে দাঁড়াবে এমনটাই স্বাভাবিক। এমনই এক উদ্যোগ নিয়েছে মাগুরার ‘ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান মেসার্স আকরাম এন্টার প্রাইজ’। কোভিড-১৯ করোনা ভাইরাসে সারা বিশ্বের মত বাংলাদেশেও এখন আক্রান্ত হয়েছেন অনেকে। এই ভয়ংকার মহামারিতে ইতিমধ্যে বাংলাদেশের ব্যবসাতে ব্যাপক প্রভাব পড়তে শুধু করেছে। বড় বড় শিল্প কলকারখানা থেকে শুরু করে ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীরা বড় ধরণের ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন। সবথেকে বড় বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী, চা-পানের দোকানীরা। তাদের এমন অবস্থায় মাগুরাতে মানবিক ভাবে এগিয়ে এসেছে পরিবেশক প্রতিষ্ঠান মেসার্স আকরাম এন্টার প্রাইজ। সারা দেশের সব দোকান বন্ধ থাকায় এই ব্যবসায়ীরা অর্থনৈতিক ও সামাজিকভাবে লোকসানের মুখে পড়েছে। বিশেষ করে বেশীর ভাগ দোকানীরা বলতে পারছেন না তাদের সমস্যার কথা। ঠিক এই সময় পরিবেশক প্রতিষ্ঠান মেসার্স আকরাম এন্টার প্রাইজ মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে। মাগুরা শহরসহ আশপাশের প্রায় ১শটি দোকানির কাছে অর্থনৈতিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করেছেন তারা। এছাড়া প্রায় ৫০ টি দুস্থ পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, লবন, হাত ধোয়ার সাবান সহ খাদ্য সামগ্রী সহায়তা করেছেন। মেসার্স আকরাম এন্টার প্রাইজ এর প্রোপাইটর আকরাম হোসেন খান নান্নু জানান, “আমরা একটি ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান। সারা বছর এই ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে আমরা ব্যবসা পরিচালনা করি। তাদের কারনেই আমরা ব্যবসায় মুনাফা করতে পারি। তারা কেউ হত দরিদ্র নয়, সবাই পরিস্থিতির শিকার। দেশের এই ক্রান্তিকালে আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ান। আমদের এই সহায়তা আমাদের সামর্থ অনুযায়ী ধারাবিহক ভাবে চলবে। আমি সমাজের সকল ব্যবসায়ীকে আহ্বান করব সবাই যেন তার নিজ নিজ অবস্থানে থেকে দেশকে ভাল রাখার জন্য কাজ করে এবং সরকারি সকল আদেশ, স্বাস্থবিধি মেনে চলি। করোনা মোকাবেলায় সবাই ঘরে থাকি।
রূপক / মাগুরা/ ৬ এপ্রিল ২০২০
যেকোনো ধরনের বিজ্ঞাপন প্রচার রেকোর্ডিং এর জন্য যোগাযোগ করুন- ০১৯১২০০৬১০৮-০১৮১২০০৬১০৮
« মাগুরায় রাতের বেলা বাড়ি বাড়ি ত্রাণ দিচ্ছেন যুবদল নেতা কল্লোল (Previous News)
(Next News) যতনে’র যত্নে ২ হাজার অসহায় মানুষের বাড়িতে পৌছাল খাদ্য »
Comments are Closed