বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
করোনা আতংকে ছুটি বা লক ডাউনের সময় লেখাপড়া যেন ভুলে না যাই। এমন আহবান জানিয়ে খাদ্যের পাশাপাশি ১২৫ শিশুর মাঝে  খাতা, কলম, পেনসিল ও রাবার বিতরণ করেছে পরিবর্তনে আমরাই ও এসো শিখি নামে দুটি সংগঠন। প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ জানান- সারাবিশ্বের মতো বাংলাদেশও করোনা ভাইরাসে আতঙ্কিত। দেশব্যাপি চলছে লক ডাউন। যার প্রেক্ষিতে নিম্ন আয়ের মানুষ খাদ্যের অভাবে ভূগছে। এ অবস্থায় আজ শুক্রবার মাগুরা জেলার সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের সুবিধাবঞ্চিত ১২৫ জন শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্যদ্রব্য বিতরণ করে এসো শিখি  ও পরিবর্তনে আমরাই। এসো শিখির  এর প্রধান উদ্যোক্তা চাষি মোঃ রবিউল ইসলাম, পরিচালক, এসো শিখি ও সাধারণ সম্পাদক, পরিবর্তনে আমরাই এর নেতৃত্বে পরিবর্তনে আমরাই ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় ৩ফুট দূরত্ব মেনে কোনরকম জনসমাগম এড়িয়ে বিরতণ কার্যক্রম পরিচালনা করা হয় হাজরাপুর ইউনিয়নের  গুচ্ছ গ্রাম, আবাসন ও বকুল তলায়। এসময় সার্বক্ষণিক উপস্থিত ছিলেন পরিবর্তনে আমরাই এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাহিদুর রহমান দুর্জয়।

মাগুরা জেলা মহিলা পরিষদের সভাপতি   মমতাজ বেগম এর পৃষ্ঠপোষকতায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করতে পেরে স্বস্তি প্রকাশ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

রূপক / ৩ এপ্রিল ২০২০