মাগুরায় এসো শিখি ও পরিবর্তনে আমরাই এর ব্যতিক্রমী উদ্যোগ
খাবারের সাথে শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
করোনা আতংকে ছুটি বা লক ডাউনের সময় লেখাপড়া যেন ভুলে না যাই। এমন আহবান জানিয়ে খাদ্যের পাশাপাশি ১২৫ শিশুর মাঝে খাতা, কলম, পেনসিল ও রাবার বিতরণ করেছে পরিবর্তনে আমরাই ও এসো শিখি নামে দুটি সংগঠন। প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ জানান- সারাবিশ্বের মতো বাংলাদেশও করোনা ভাইরাসে আতঙ্কিত। দেশব্যাপি চলছে লক ডাউন। যার প্রেক্ষিতে নিম্ন আয়ের মানুষ খাদ্যের অভাবে ভূগছে। এ অবস্থায় আজ শুক্রবার মাগুরা জেলার সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের সুবিধাবঞ্চিত ১২৫ জন শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্যদ্রব্য বিতরণ করে এসো শিখি ও পরিবর্তনে আমরাই। এসো শিখির এর প্রধান উদ্যোক্তা চাষি মোঃ রবিউল ইসলাম, পরিচালক, এসো শিখি ও সাধারণ সম্পাদক, পরিবর্তনে আমরাই এর নেতৃত্বে পরিবর্তনে আমরাই ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় ৩ফুট দূরত্ব মেনে কোনরকম জনসমাগম এড়িয়ে বিরতণ কার্যক্রম পরিচালনা করা হয় হাজরাপুর ইউনিয়নের গুচ্ছ গ্রাম, আবাসন ও বকুল তলায়। এসময় সার্বক্ষণিক উপস্থিত ছিলেন পরিবর্তনে আমরাই এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাহিদুর রহমান দুর্জয়।
মাগুরা জেলা মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম এর পৃষ্ঠপোষকতায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করতে পেরে স্বস্তি প্রকাশ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
রূপক / ৩ এপ্রিল ২০২০
« সেনাবাহিনীর সহায়তায় আরও কঠোর হচ্ছে প্রশাসন (Previous News)
(Next News) মাগুরায় করোনা বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল বাকির মতবিনিময় »
Comments are Closed