দুটি দোকান থেকে টিসিবির ৫০ তেল উদ্ধার ; ১৫ হাজার টাকা জরিমান

বিশেষ প্রতিনিধি,মাগুরাবার্তা
কৌশলে লাইনে দাড়িয়ে টিসিবির স্বল্প মূল্যের সয়াবিন তেল কিনে বেশী লাভে বিক্রির দায়ে সোমবার সন্ধ্যায় মাগুরা শহরের স্টেডিয়াম গেটের সামনের সোহরাব হোসেন ও মাহমুদুর রহমান নামে দুই ব্যবসায়িকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে জব্দকৃত ৫০ লিটার তেল অসহায় গরিব মানুষদের মধ্যে বিতরণ করে দেয়া হয়।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত এই জরিমানা করে। এই সময় তাদের দোকানে পাওয়া যায় ওই তেল। মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্র্যামমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সুফিয়ান জানান, আজ সোমবার সন্ধ্যায় শহরের স্টেডিয়াম গেটে সোহাত কনফেকশনারি ও স্নিগ্ধা ফার্মেসী নামে দুটি দোকানে অভিযান অভিযান চালান। এ সময় ওই দোকান দুটি থেকে টিসিবির বোতলজাতকৃত ৫০ লিটার সয়াবিন তেল উদ্ধার হয়। স্বল্প মূল্যে এ তেল কিনে মজুদ করে ওই দুই দোকানী তা উচ্চ মূল্যে বিক্রি করছিলেন। পরে ভ্রাম্যামন আদালতের মধ্যেমে ওই দুই দোকান মালিক যথাক্রমে সোহরাব হোসেনকে ১০ হাজার টাকা মাহমুদুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জব্দকৃত তেল অসহায় গরিব মানুষদের মধ্যে বিতরণ করে দেয়া হয়।
« মাগুরায় সেনাসহায়তায় করোনা সচেতনতায় কার্যক্রম (Previous News)
Comments are Closed