Main Menu

মাগুরায় ১লাখ ৯৭ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা

Civil Serjon Magura

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় আগামী বুধবার থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচীতে  ১ লক্ষ ৯৭ হাজার ৩৬৮ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে। জেলা স্বাস্থ্য বিভাগের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা। আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সারাদেশে হাম-রুবেলা টিকা দান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে । এ উপলক্ষে  রবিবার বিকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত  সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত  হয় ।
প্রেস কনফারেন্সে সিভিল সার্জন ডা: প্রদীপ কুমার সাহা জানান, আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল সারাদেশে হাম-রুবেলা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে । এ ক্যাম্পেইনে ৯ মাস বয়সী থেকে ১০ বছর পর্যন্ত প্রত্যেক শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে ।
চলতি মাসের  ১৮-২৪ মার্চ পর্যন্ত ১ম সপ্তাহে জেলার ১ হাজার ৪৪৭  প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে এবং ২৮ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত ২য় সপ্তাহে জেলায় ৭৬ হাজার ৫৬০টি কমিউনিটি কেন্দ্রে এ টিকাদান কর্মসূচী চলবে ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক অমিত মিত্র,  ইব্রাহিম আলী মোনাল, রূপক আইচ, অলোক বোস, বাসার আখন্দ,শফিকুল ইসলাম শফিক, মোখলেছুর রহমান ও এস আলম তুহিনসহ অন্যরা । সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার  ৩০ সাংবাদিক অংশ নেন ।

মাগুরা/ ১৬মার্চ ২০২০


Comments are Closed