বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা শহরের শহীদ সৈয়দ আতর আলী পাবলিক লাব্রেরি চত্বরে শনিবার থেকে চলছে ৪ দিনের ক্ষুদে শিল্পীদের চিত্র প্রদর্শনী। মুজিব বর্ষ উপলক্ষে চিত্রালী আর্ট স্কুল এ প্রদর্শনীর আয়োজন করেছে। ওইদিন দুপুরে মাগুরার প্রবীন শিক্ষাবিদ ভাষা সৈনিক খান জিয়াউল হক প্রধান অতিথি হিসেবে ছবি একে ও ক্যাটালগ বই ‘আকি ঝুকির’ মোড়ক উন্মোচন করে এ প্রদর্শনীর উদ্বোধন করেন। মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুলে প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে ও কবি সাগর জামানের সঞ্চলনায়  উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা চিত্র শিল্পী আব্দুল আজিজ ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান। বক্তব্য রাখেন, চিত্রালী আর্ট স্কুলের পরিচালক বিশ্বজিৎ বিশ্বাস বাপি, সাংবাদিক অলোক বোস, কলেজ শিক্ষক কনক সাহা ও জাতীয় পর্যায়ে ছবি আকায় প্রথম স্থান অর্জনকারী কংকনা সাহা।চিত্রালী আর্ট স্কুলের পরিচালক বিশ্বজিৎ বাপি জানান, মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীতে শিশুদের আকা ২০০ টি ছবি স্থান পেয়েছে। যেখানের আমাদের ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ ও গ্রামবাংলার প্রকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। এ প্রদর্শনীর মাধ্যমে শিুদের মনে দেশপ্রেম জাগ্রত হবে বলে তিনি মনে করেন। উদ্বোধনী দিনের শুরু থেকে বিভিন্ন বয়সী অসংখ্য মানুষ প্রর্দশনী দেখতে ভীড় করছেন।

মাগুরা
মাগুরা /২৩ ফেব্রুয়ারী ২০২০