ভালবাসা দিবস উপলক্ষে মাগুরায় রক্তদান উৎসব

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মাগুরায় শনিবার রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের সহযোগিতায় মাগুরা আছিয়া খাতুন মেমোরিয়াল রেডক্রিসেন্ট রক্ত কেন্দ্র এ কর্মসূচির আয়োজন করে। মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুল আলম। জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ দেবব্রত ঘোষ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সামছুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আইয়ুব হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, রক্তদান কর্মসূচি থেকে প্রায় ৫০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হবে। যা সংক্ষণ করার পাশপাশি স্থানীয় মানুষদের চাহিদামাফিক বিনা মূল্যে সরবরাহ করা হবে।
মাগুরা/ ১৫ ফেব্রুয়ারী ২০২০
« মাগুরায় ৪ লেনের কাজের মান নিয়ে এলাকাবাসির অসন্তোষ (Previous News)
(Next News) ঢাকাস্থ মাগুরা সদর উপজেলা সমিতির কমিটি গঠন »
Comments are Closed