শালিখায় উপজেলা পরিষদের ভিতর সংস্কার বিহীন টয়লেটটি দূষণ করছে পরিবেশ

শালিখা প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার শালিখা উপজেলা পরিষদের ভেতরের একমাত্র গণ টয়লেটটি দীর্ঘ দিন অবহেলা অযতেœ পড়ে থেকে ও সংস্কার না হওয়ায় চরম দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে উপজেলা অফিস চত্বরে আসা মানুষেরা। সাবেক উপজেলা কোর্টের পিছনে সাধারণ জনগণগের জন্য এই টয়লেটটি নির্মিত হয়েছিল । অন্তত ১০ বছর ধরে সংস্কার না হওয়ায় সেখানে উপজেলার ময়লা আবর্জনার স্তুপ জমে চরম নংরা পরিবেশ সৃষ্টি হয়েছে। এছাড়াও তার ভিতরে মলমুত্র ধারণ ক্ষমতা না থাকায় চারিদিকে উপছে পড়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে সাধারণ মানুষ বিভিন্ন কাজে উপজেলার দূর দূরন্ত থেকে এসে টয়লেটটি ব্যবহার করতে পারছেনা। অন্যদিকে দূর্গন্ধে অতিষ্ঠ হচ্ছে এলাকাবাসি। উপজেলার বুনাগাতী থেকে আসা মমিনুল নামে এক ব্যক্তি বলেন- এখানে প্রতিদিন শতশত মানুষ বিভিন্ন কাজে ছুটে আসে কিন্তু প্রকৃতির ডাকে সাড়া দিতে তাদের জন্য কোন টয়লেটের ব্যবস্থা নেই। এটা খুবই দুঃখজনক।
শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান জানান- সাধারণ মানুষের দাবী অনতিবিলম্বে উক্ত টয়লেট সংস্কারসহ উপজেলা সদর আড়পাড়া বাজারে দুই পাশে দুইটি গণ টয়লেট নির্মাণ করার বিষয়টি আমি জেনেছি। সত্বর গণ টয়লেট তৈরীর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শালিখা/ মাগুরা/ ৯ ফেব্রুয়ারী ২০২০
« মহম্মদপুরের রাড়িখালীতে বৈদিক পাঠশালার শিক্ষার্থী সম্মেলন (ভিডিও সহ) (Previous News)
(Next News) মাগুরায় পুকুর খননের নামে পুকুর চুরি ! »
Comments are Closed