Main Menu

মহম্মদপুরে পিকিং গুহর উপর হামলার ঘটনায় বিভিন্ন মহলের প্রতিবাদ

68467969_1060351864135532_4229728439285841920_n

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের আমিনুর রহমান কলেজের কর্মী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক পিকিং গুহর উপর সন্ত্রাসী হামলায় প্রতিবাদ জানিয়েছে সুধি মহল। আজ বুধবার দুপুরে কলেজ থেকে ব্যাংকে যাওয়ার পথে স্থানীয় সন্ত্রাসী জাঙ্গালীয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে সুজন ও আয়ুব শেখের ছেলে আশিক তাকে পিটিয়ে আহত করে কলেজের ৮০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মহম্মদপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন পিকিং গুহ। এদিকে পিকিং গুহর উপর হামলার ঘটনায়  সামাজিক সংগঠন সুপ্রভাত, সাংস্কৃতিক সংগঠন লালন সাংস্কৃতিক কেন্দ্র ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রতিবাদ জানিয়েছেন।
মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান- ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

 

মাগুরা/২৯ জানুয়ারী ২০২০


Comments are Closed