বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন শীর্ষক প্রকল্পটি একনেকে সভায় অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে লিখিত ধন্যবাদ জানিয়েছেন মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক-কর্মচারীবৃন্দ।
আজ (২৬ জানুয়ারী) রোববার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের অফিস কক্ষে পলিটেকনিক ইনস্টিউিট  এর শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে  এ শুভেচ্ছা স্মারক তুলে দেন।
এসময় জেলা প্রশাসক আশরফুল আলম বলেন, আধুনিক বিশ্বে শ্রম বাজারে প্রতিযোগীতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ৪র্থ শিল্প বিপ্লবের চাহিদা  অনুযায় দক্ষ জনশক্তি তৈরির লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদৃষ্টি ও সানুগ্রহ নিদের্শনায় বর্তমান সরকার কাজ কর যাচ্ছে। যা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আগ্রনী ভুমিকা  রাখবে।
তিনি আরো বলেন, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মেগা প্রকল্প ‘‘ উপজেলা পর্যায়ে ৩২৯ টি টেকনিক্যান স্কুল ও কলেজ স্থাপন’’ অনুমোদন কারিগরি শিক্ষার ইতিহাসে এক অনন্য মাইল ফলক। প্রকল্পটি মোট বিশ হাজার পাঁচশত পাঁচিশ কোটি উনসত্তর লক্ষ টাকায় ব্যয়ে ৫ বছরে বাস্তবায়িত হবে।
এ প্রকল্পটির মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠানে ১০৮০জন শিক্ষার্থী হিসাবে মোট ৩,৫৫,৩২০জন শিক্ষার্থী কারিগরি শিক্ষায় অংগ্রহনের সুযোগ পাবে।
এখানে ৬ষ্ঠ-৭ম-৮ম শ্রেণিতে ৩৬০জন, ৪টি ট্রেডে এসএসসি  ভোকেশনাল) এ ২৪০ জন এইচ এসসি ভোকেশনালে  ২৪০ জন ও ৪টি শট কোর্সে ২৪০জনসহ মোট ১,০৮০জন শিক্ষার্থী অধ্যয়নের সুযোগ পাবে। এই অর্জিত দক্ষতার মাধ্যমে দেশ-বিদেশে তাদের কর্মসংস্থান হবে বা আত্মকর্ম সংস্থানে নিয়োজিত হবে।

মাগুরা/ ২৬ জানুয়ারী ২০২০