বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তানজেল হোসেন খান (৭৩)  আজ সোমবার (২০ জানুয়ারী ) ভোর ৫টা ৩০মিনিটে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্নালিল্লাহি . . . রাজিউন)।  তিনি দীর্ঘদিন বার্ধক্য জনিত জটিল রোগে ভুগছিলেন। সোমবার বাদ আসর স্থানীয় পিটিআই স্কুল মাঠে রাষ্ট্রীয় সম্মান ও জানাযা শেষে তাকে পৌর গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মাগুরা ১-আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, ২-আসনের সংসদ সদস্য এ্যাড. ড. শ্রী বীরেন শিকদার, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা, মহম্মদপুর উপজেলা, শালিখা উপজেলা, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ,  মাগুরা প্রেসক্লাব, সকালের আড্ডা, সুপ্রভাত বাংলাদেশ, মাগুরা জেলা আইনজীবি সমিতিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শোক প্রকাশ করেছে। বীর মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খান মুক্তিযুদ্ধে পাক বাহিনীর হাতে বন্দী হয়ে নির্যাতিত হয়েছিলেন। ৭৫ এ বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পর মাগুরায় আওয়ামীলগকে সুসংগঠিত করতে তিনি বিশেষ ভূমিকা রাখেন। এছাড়া সকল সামরিক  ও অগনতান্ত্রিক সরকারের বিরুদ্ধে  তিনি সোচ্চার থেকে মুক্তিযুদ্ধের পক্ষে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন।

রূপক আইচ/মাগুরা / ২০ জানুয়ারী ২০২০