রূপক আইচ, মাগুরাবার্তা
মাগুরায় নানা আনুষ্ঠানিকতায়  বুধবার  (১ জানুয়ারী) বছরের প্রথম দিনে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুল আলম। সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলুর সভাপতিত্বে উৎসবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ফরিদ আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছিসহ অন্যরা। বই উৎসবে শিশুদের হাতে নতুন বই তুলে দেন অতিথি বৃন্দ। জেলার শহর থেকে গ্রাম সর্বত্রই  নতুন বই বিতরণে ছাত্রছাত্রীদের মাঝে আনন্দ উচ্ছাস দেখা গেছে। সদর উপজেলার দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী নাজমিন খাতুন জানায় – সকাল বেলা স্কুলে গিয়ে  নতুন বই পেয়েছি। বই পেয়ে সবাই মিলে আনন্দ করেছি। নতুন বইয়ে  সুন্দর গন্ধ আমার খুব ভাল লাগে।
জেলা শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি জানান- জেলা এ বছর ৫০৩টি সরকারি প্রাথমিক ও ৫০ টি কিন্ডার গার্টেন মিলিয়ে মোট প্রায় ১লাখ ৩০হাজার সেট বই বিতরণ করা হয়েছে। কোন স্কুল এ বই বিতরণ থেকে বাদ পড়ছে না। 1 Jan Magura Boi Utshob Pic 3

1 Jan Magura Boi Utshob Pic 6
রূপক /মাগুরা /১ জানুয়ারী ২০