শ্রীপুর প্রতিনিধি,মাগুরাবার্তা
‘অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা শক্তিশালীকরণের মাধ্যমে সরকারি সেবা সমূহের দায়বদ্ধতা প্রকল্প’ বাস্তবায়নের জন্য মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ মঙ্গলবার উপজেলা পর্যায়ে লোকমোর্চা’র কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে ওয়েভ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় রেসপন্স প্রকল্পের মাগুরা জেলার প্রকল্প সমন্বয়কারী তাছরিন জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন প্রমুখ। লোকমোর্চার গঠন প্রক্রিয়া উপস্থাপন করেন প্রকল্পের মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মোঃ উসমান গণি।
আলোচনা সভা শেষে সর্বোসম্মতিক্রমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদকে চেয়ারপারসন ও শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফি নজরুলকে সেক্রেটারি করে ২৭ সদস্য বিশিষ্ট উপজেলার লোকমোর্চা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- ভাইস চেয়ারপারসন মিঞা সাহাদত হোসেন ও স্বর্ণালী জোয়ার্দার রিয়া। জয়েন্ট সেক্রেটারি আতিকুজ্জামান পান্না। কার্যনির্বাহী সদস্য বদিয়ার রহমান, কৃষ্ণ চন্দ্র কুন্ডু, কল্পনা খাতুন, প্রিয়া খাতুনসহ সাধারণ সদস্যবৃন্দ।

মাগুরা/২৬ নভেম্বর ১৯