বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় অধিকাংশ ইটভাটায়  মাপের দিক দিয়ে কমপক্ষে ১০% কম দেয়া হয়। অনেকেই অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে সরকারের ট্যাক্স ফাকি দিচ্ছে। অবৈধ ক্লিনিকগুলিতে চিকিৎসার নামে অপচিকিৎসা চলছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে গ্রামের মুদি দোকানেও বিক্রি হয়ে এন্টিবায়োটিক। এভাবে সাধারণ ভোক্তাদের নানাভাবে হয়রানি ও অধিকার ক্ষুন্ন করা হচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ইতিমধ্যে এসব অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। জেলা প্রশাসনের সহায়তায় অচিরেই সাধারণ ভোক্তাদের স্বার্থ সংরক্ষনের জন্য মোবাইল কোর্টসহ আইনগত ব্যবস্থা নেয়া  হবে। জাতীয়  ভোক্তা  অধিকার সংরক্ষণ আইন বিষয়ক এক সেমিনারে আজ বুধবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন বক্তারা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক আশরাফুল আলম। সেমিনারে পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে এ আইন বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।  এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা, জেলা তথ্য অফিসার রেজাউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম, জেলা ড্রাগিস্ট সমিতির সভাপতি বাসুদেব কুন্ডু, সাংবাদিক রূপক আইচ, ব্যবসায়ী স্বপন সাহাসহ অন্যরা।  সভায় জানানো হয় – ভোক্তা অধিকার আইনের মাধ্যমে ইতিমধ্যে জনসচেতনতা মূলক অনেক কর্মসূচী সম্পন্ন করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে অনেক অসাধু ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ আইনটি অনেক বেশী জনবান্ধব হওয়ায় এর সুষ্ঠ প্রয়োগ করা গেলে জনগণ প্রতারিত হওয়া থেকে মুক্তি পাবে।

রূপক/মাগুরা/১৩নভেম্বর ১৯