বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মুহুর্তেই প্রতিবন্ধী শিশুদের বুকে জড়িয়ে নিলেন তিনি। অটিজমে আক্রান্ত শিশুদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে আদরে আদরে ভরিয়ে দিলেন তাদের। অবহেলিত এসব শিশুর মনমুগ্ধকর নাচ আর বাঁশির সুরে মুগ্ধ হয়ে  তাদের জীবন ও শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করলেন মাগুরার নবাগত  জেলা প্রশাসক। আজ বুধবার দুপুরে প্রথমবারের মত মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিশুদের পরিদর্শনে আসেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও নবাগত জেলা প্রশাসক আশরাফুল আলম। Visit of DC in Autestic Schoolএ সময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি অধ্যক্ষ (অবঃ) মাহবুবুর রহমান, সহ সভাপতি আলী আকতার, খান আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রউফ মাখন, নজরুল ইসলাম টগর, সাংবাদিক রূপক আইচ, ওমর আলী, এটিএম আনিসুর রহমান, কাজী লাবনী জামান, লায়লা কানিজ বানু,  প্রধান শিক্ষক ডালিফা ইয়াসমিনসহ অন্যরা।
নবাগত জেলা প্রশাসক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা শোনেন।   তিনি বিদ্যালয়টির সম্ভবনার বিভিন্ন দিক উল্লেখ করে একে একে সব সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার আশাবাদ ব্যক্ত করেন। Visit of DC in Autestic School 2পরে জেলা প্রশাসক ও সভাপতি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনায় নৃত্য ও বাঁশি বাজানো উপভোগ করেন।

রূপক/মাগুরা/১৩নভেম্বর ১৯