রূপক আইচ, মাগুরাবার্তা
ওদের চোখে মুখে একরাশ স্বপ্ন। কন্ঠে বিশ্ব জয়ের আকাংখা। আর শানিত মেধায় খুঁজে ফেরে যুক্তিতে মুক্তির পথ। যদিও এ পথ মোটেও সহজ নয়। বিশেষ করে মাগুরার মত ছোট শহরে যুক্তির চর্চার মাধ্যমে বিতর্ককে একটি পৃথক শিল্পে পরিণত করতে চাওয়া যে কতটা কঠিন কাজ তার প্রমাণ পাওয়া যায় মাগুরা আদর্শ বিতর্ক সংঘের গত কয়েক বছরের কর্মকান্ডে। নিয়মিত বিতর্ক চর্চার মাধ্যমে বিতার্কিক তৈরীর প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটিকে পড়তে হয়েছে নানা বিড়ম্বনায়। কখনো কারও বাড়ির ড্রইংরুম তো কখনো নির্মানাধীন বাড়ির ছাদে। প্রশাসনের কোন কোন কর্মকর্তার বদান্যতায় কখনো তাদের সম্মেলনকক্ষে আবার কখনো অফিসের গাড়ি গ্যারেজে। এমনিভাবেই এগিয়ে চলছে এমআইডিএস এর কিশোর-তরুনদের স্বপ্নবোনার কর্মকান্ড।

সংগঠনের সভাপতি নাহিদুর রহমান দূর্জয় জানান- সংগঠনের শুরুর পর থেকেই আমরা অনেক দূর্যোগ কাটিয়ে এগিয়ে চলছি। এর মধ্য দিয়েই নিয়মিত সাপ্তাহিক বিতর্ক চর্চা, স্কুল বিতর্ক চর্চা, জনসচেতনতামূলক বিতর্ক, ভাষা চর্চা, সনাতনি বিতর্ক, সংসদীয় বিতর্ক, পেশাজীবি আঞ্চলিক বিকর্ক, ইংরেজী রম্য বিতর্কসহ নানামুখি চর্চার মধ্য দিয়ে বিতর্ক শিল্পকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য কাজ করে যাচ্ছি। প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক সদস্য তাদের নিজ নিজ অবস্থান থেকে বিতর্ককে কাজে লাগিয়ে নিজের ও সমাজের জন্য ভূমিকা রাখতে কাজ করে যাচ্ছে। এ অবস্থায় আমাদের সংগঠনের একটি স্থায়ী অফিস খুবই জরুরী হয়ে পড়েছে। ভাসমান অবস্থায় মনযোগ দিয়ে কাজ করা দুরুহ হয়ে যায়। বিষয়টি জেলা প্রশাসনসহ উর্ধ্বতন কর্মকর্তারা  নজর দিলে নতুন প্রজন্মের আবৃত্তি শিল্পীরা উপকৃত হবে।

মাগুরা/১০ নভেম্বর ১৯