বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে মাগুরার রাজাকার ও যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যে প্রশাসন, রাজনৈতিকদল ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে এ তালিকা করার কাজ শুরু হয়েছে।  কোন যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধী পরিবার থেকে কেউ যেন আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদ দখল করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জাননো হয়েছে। একই সঙ্গে বিতর্কীত, দূর্ণীতিবাজ ও কালো টাকার মালিকদের আওয়ামীলীগের কোন পদ না দেয়ার কথা ঘোষণা করেছে মাগুরা জেলা আওয়ামীলীগ। মাগুরা সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে এসব কথা বলেছেন মাগুরা জেলা আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ। শহরের জামরুল তলায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সংগঠনের জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খানের নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা পংকজ কুন্ডুর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ফাত্তাহ, বীর মুক্তিযোদ্ধা মুন্সি রেজাউল ইসলাম, সৈয়দ শরীফুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব বাকি ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মাকুল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ অন্যরা।
বক্তারা বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতির রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে তৃণমূল পর্যায়ে মুক্তিযুদ্ধের পক্ষে ত্যাগী ও কর্মঠ রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।

রূপক/মাগুরা / ৫ নভেম্বর ১৯