বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার ঐতিহ্যের অংশ হিসেবে ধীরে ধীরে ব্রান্ড হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে মহম্মদপুরের মধুমতি নদীতে প্রাণআপ বিহারীলাল শিকদার নৌকা বাইচ প্রতিযোগিতা। এ প্রতিযোতাকে ঘিরে উৎসবের আমেজে মাতবে নদীর দুধারের ৫টি জেলার অন্তত ৫লাখ মানুষ।  আগামীকাল  সোমবার অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহি এ  নৌকা বাইচ প্রতিযোগিতা। এ বছর ৭ম বারের মত অনুষ্ঠিত হতে যাওয়া এ প্রতিযোগিতা উপলক্ষে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি। বক্তব্য রাখেন- মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আব্দুল্লাহেল কাফি, প্রাণআপ এর ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ শামিম হোসেন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক আবু বাসার আখন্দ, অলোক বোস, শরীফ তেহরান আলম, রূপক আইচসহ অন্যরা।
সভায় আয়োজকরা জানান- নৌকা বাইচ উপলক্ষে এ বছরও বিশাল এলাকা জুড়ে মেলা বসছে। এ উপলক্ষে মাগুরা, ফরিদপুর, নড়াইল, খুলনা, রাজবাড়িসহ বিভিন্ন জেলা থেকে ২০টি বাইচের নৌকা উপস্থিত থাকবে। বিজয়ী দলের জন্য আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হবে।
বীরেন শিকদার আরও জানান- তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী থাকাকালিন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের বিভিন্ন অঞ্চলের হারিয়ে যেতে বসা প্রাচীণ লোক খেলাধুলার পৃষ্ঠপোষকতা করেন। তারই ধারাবাহিকতায় মাগুরার মধুমতি নদীতে ৭ম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নৌকা বাইচ প্রতিযোগিতা।

রূপক/ মাগুরা / ৩ নভেম্বর ১৯