স্টাফ  রিপোর্টার, মাগুরাবার্তা
মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রাম থেকে নহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল সিদ্দিকী লিটন বাহিনীর অত্যাচারে নিরাপত্তা ও আশ্রয় চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগীরা। আজ (সোমবার) প্রেসক্লাব মহম্মদপুরের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগী পরিবারগুলি।

সংবাদ সম্মেলনে নহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান লিখিত বক্তব্যে জানান, লিটন বাহিনীর জুলুম ও অত্যাচারে পানিঘাটা গ্রাম থেকে ১৪টি পরিবার বিতাড়িত হয়ে মানবেতর জীবন যাপন করছে। এই বাহিনী এলাকায় ত্রাস সৃষ্টি করে চাঁদাবাজি, ভূমি দখল, মাদক ব্যবসা, লুটপাট, ছিনতাই, অন্যের জমির ধান কেটে নেওয়াসহ চাকরী দেওয়ার নামে টাকা আত্মসাৎ করছে। সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি করা রাতে আধারে ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছে। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তাকে পঙ্গু করে হসপিটালে পাঠানো বা এলাকা থেকে বিতাড়িত করে। আইনের দারস্ত হলে মামলা তুলে নিতে বাধ্য করে। এলাকার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে তার জন্য প্রধানমন্ত্রী ও প্রশাসনের নিকট সুবিচার দাবি করেন।

 

মাগুরা/২৮ অক্টোবর ১৯