বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
প্রায় ৫ হাজার নারীর কর্মসংস্থানের প্রচেষ্টা নিয়ে মাগুরায় বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক পরিচালিত আয়েশা আবেদ ফাউন্ডেশনের ১৬ তম উৎপাদন কেন্দ্র শুভ উদ্বোধন হয়েছে । আজ রবিবার (২৭ অক্টোবর ১৯) সকাল ১১ টায় শহরের মীরপাড়া ব্র্যাক সেন্টারে ফিতা ও কেক কেটে এ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেন  প্রধানমন্ত্রীর কার্যালয়ের  সাবেক মূখ্য সচিব ও ব্র্যাকের সিনিয়র এডভাইজার জনাব আবদুল করিম । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো: আলী আকবর, জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, ব্র্যাকের সিএফও তুষার কুমার ভৌমিক, আড়ং-এর সিইও   আশরাফুল আলম ,আয়েশা আবেদ ফাউন্ডেশনের কর্মকর্তা ডি শশী কুমার, আয়েশা আবেদ ফাউন্ডেশনের  জিএম ইসলাম মিয়া, ম্যানেজার এডমিন গিয়াস উদ্দিন, আমিনুল আলম ও জেলা ব্র্যাক প্রতিনিধি বেগম রোকেয়া সহ অন্যরা। 1
আয়োজকরা জানান, ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আয়েশা আবেদ ফাউন্ডেশন  ১৯৮৩ সালে দেশীয় সংস্কৃতি ও গ্রামীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের উন্নয়নে আড়ং এর মাধ্যমে কাজ করছে। তারই ধারাবাহিকতায় মাগুরাতে গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের উন্নয়নে আয়েশা আবেদা ফাউন্ডেশনের এ উৎপাদন কেন্দ্রের যাত্রা শুরু করল। এখানে নারীরা গার্মেন্টস ডিজাইন, ব্লক ডিজাইন, এমব্রোডারি, স্ক্রীন প্রিন্ট, টাইডাইসহ বিভিন্ন মাধ্যমে শাড়ি, পাঞ্জাবী, ফতুয়া , থ্রি-পিচ , বেবি ড্রেসসহ হাতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরির কাজ করছে ।3
আয়োজকরা আরো জানান, এখানের উৎপাদিত মান সম্মত পণ্য ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠান আড়ং এর মাধ্যমে বিভাগীয় শহর ঢাকা, চট্রগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেটসহ দেশ বিদেশে বাজারজাত করা হবে । এ উৎপাদন কেন্দ্রে ৫ হাজার নারীকর্মী  কাজ করতে পারবে। এ প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব আব্দুল করিম বলেন- গ্রামীণ নারীদের কর্মসংস্থানের মাধ্যমে আয়শা আবেদ ফাউন্ডেশন নারীর ক্ষমতায়নে ব্যাপক ভূমিকা রাখছে। এ কার্যক্রম ছড়িয়ে দেয়ার মাধ্যমে সত্যিকারের ক্ষুধাও দারিদ্রমুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে বলে তিনি মনে করেন।

রূপক/মাগুরা /২৭ অক্টোবর ১৯