বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার সাবেক জেলা প্রশাসক জনাব মোঃ মাহবুবুর রহমান ও প্রয়াত সাংবাদিক শরীফ আমিরুল হাসান (বুলু শরীফ) এর জামাতা জনাব মোঃ মিজানুর রহমান সরকারের অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি প্রাপ্তিতে তাদেরকে শুভ কামনা জানিয়েছেন মাগুরাবাসি। তারা দুজনই বি সি এস ১১ তম ব্যাচের সরকারি ক্যাডার সার্ভিসের দক্ষ অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব তাজুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত বুধবার ১৫৬ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে।

মাগুরায় জেলা প্রশাসক হিসেবে দীর্ঘ সময় নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালনকালে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি প্রাপ্ত জনাব মাহাবুবুর রহমান জেলার মানুষের কাছে বেশ জনপ্রিয় জেলা প্রশাসক হিসেবে সুখ্যাতি অর্জন করেন। উন্নয়ন ও জনকল্যান মুলক কর্মকান্ডে বিশেষ ভুমিকা রাখেন তিনি। মাগুরায় জেলা প্রশাসকের দ্বায়িত্ব পালন শেষে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত পালন করেন তিনি । তার সাফল্যে জেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে চলেছেন।

সেই সাথে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি প্রাপ্তদের এ তালিকায় জনাব মোঃ মিজানুর রহমান নামে শহরের সম্ভ্রান্ত শরীফ পরিবারের  জামাতা । মোঃ মিজানুর রহমান মাগুরা শহরের কাউন্সিল পাড়া এলাকার বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক মাগুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত শরীফ আমিরুল হাসান (বুলু শারীফ) এর জামাতা। তাঁর বড় কন্যা ও বর্তমানে বাংলাভিশনের মাগুরা প্রতিনিধি রবীন শরীফের বোন শরীফ সহেলী হাসান বানির জীবন সংগী। দাদা বিশিষ্ট ব্যাবসায়ী শরীফ আমজাদ হোসেন এবং নানা (ওসি) সৈয়দ নেকবার আলী (নুরজাহান প্লাজা ভবন) দুই সম্ভান্ত পরিবারে বেড়ে ওঠেন শরীফ সোহেলী হাসান বানি। ঢাকার ইডেন বিশ্ববিদ্যালয় হতে মার্টাসের শিক্ষার্থী থাকাকালীন ১৯৯৭ সালে পারিবারিক ভাবে তাদের সাক্ষাৎ ও বিবাহ সম্পুর্ন হয়। বরিশাল জেলার হিজলা উপজেলা সদরের বিশিষ্ট সম্ভ্রান্ত “হাওলাদার বাড়ির’ কৃতি সন্তান মোঃ মিজানুর রহমান দির্ঘদিন যাবৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক পরিচালক (ডাইরেক্টর এ্যাডমিন) এ টু আই প্রকল্পের উর্ধতন কর্মকর্তাসহ উপ-সচিব হিসেবে সবশেষ বাংলাদেশ রপ্তানি করপোরেশন (প্রধানমন্ত্রীর কার্যালের অধীনে পরিচালিত) বেপজা এর মেম্বার-১ (ফাইনান্স) হিসেবে সৎ, নিষ্ঠাবান ও দক্ষতার সাথে গুরুত্বপূর্ন দ্বায়িত্ব পালনের বিশেষ সুখ্যাতি রয়েছে তার।

তাদের এ সফলতায় মাগুরাবার্তা  পরিবারসহ জেলার সাংবাদিকবৃন্দ শুভেচ্ছা জ্ঞাপন এবং তাদের সুস্থ-সুন্দর জীবন কামনা করেন।

 মাগুরা/২৫ অক্টোবর ১৯