বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
যুব সমাজকে মাদকাশক্তি থেকে ফেরাতে মাগুরার প্রতিটি ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন কারার আহবান জানিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। এ বিষয়ে প্রয়োজনীয় সহজযোগিতার আশ্বাস দেন তিনি।   আজ বিকেলে মাগুরা বীর  মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে উপজেলা গোল্ডকাপ আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজীয়দের মাঝে ট্রফি বিতরণ শেষে এসব কথা বলেন তিনি। খেলায় জগদল ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয় । তারা ১-০ গোলের ব্যবধানে বেরইল পলিতা ফুটবল একাদশকে পরাজিত করে। 02
তুমুল উত্তেজনাপূর্ণ এ খেলার শুরুতে উভয় দল আক্রমন-পাল্টা  আক্রমন করতে থাকে । তারপর প্রথমআর্ধের ২৫ মিনিটে জগদল ইউনিয়ন ফুটবল একাদশের চৌকশ খেলোয়াড় দিলহাজ প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় । নির্ধারিত খেলা শেষে উভয় দল আর কোন গোল করতে সক্ষম হয়নি ।
খেলা শেষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন । এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আক্তারুন্নাহার, জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ প্রশাসক পংকজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী সঞ্জয় জামান বিপুসহ কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন ।
টুর্ণামেন্টে সেরা খেলোয়াড় জগদল ইউনিয়ন ফুটবল দলের দিলহাজ, সেরা গোলদাতা বেরইল দলের সৌরভ, সেরা উদীয়মান খেলোয়াড় বেরইল দলের তুহিন ও ম্যান অব দা টুর্ণামেন্ট জগদল দলের অরূপের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা ।
সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্ণামেন্টে উপজেলার ১৩টি ইউনিয়ন ফুটবল দল অংশ নেয় ।

মাগুরা/৫ অক্টোবর ১৯