শাহিনুর ইসলাম, মাগুরাবার্তা
আগামী ২০২০ সালের জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বেলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম পূনর্মিলনী উপলক্ষে লোগো উন্মোচন এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানির মোহম্মদপুরে অবস্থিত ক্যামব্রিয়ান স্মার্ট ক্যাম্পের কনভেনশন হলে। শুক্রবার রাজধানীর বুকে এযেন মাগুরার বেলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর নস্টালজিয়ার প্রকাশ।  প্রক্তন ছাত্র-ছাত্রীদের মিলন মেলা ৭৪ বছর পর সবাইকে একই ছাতার নিচে মিলিত হওয়ার আকা্ংখা।  ডাঃ রাহুল মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন তুষার ইসলাম। প্রথমে স্কুলের প্রক্তন ছাত্র ছাত্রীদের পরিচয় পর্ব। এর পর স্বাগত বক্তব্য রাখেন আয়োজকদের অন্যতম সাংবাদিক শাহিনুর ইসলাম। সিনিয়রদের মধ্য বক্তব্য রাখেন নুরুজ্জামান শিমুল, মুস্তাফিজুর রহমান, আহ বাবুর রব হাবু, গোলাম মোহাম্মাদা আলিমুদ্দিন, আমিনুল ইসলাম দিপক, মোঃ শাখাওয়াত হোসেন,মোঃ নূরুল হাসান মিয়া, মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ দারুল ইসলাম, মোঃ টিপু,নূর মোহাম্মদ, মোঃ শারিফুল ইসলাম,মোঃ মহিবুল্লাহ খোকন, মোঃ কায়সার হামিদ লোভন, মোঃ মিরাজুল ইসলাম, রাশেদুজ্জামান ডিউক, রফিকুল ইসলাম, মোঃ ইকবাল, মাহমুদ আরিফুল আলোম সোহাগ এবং ডাঃ জনহিত মিয়া । বেলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ঢাকায় বসবাসরত শতাধিক এর বেশি প্রাক্তন ছাত্র-ছাত্রীঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কেটে প্রথম পুনর্মীলনি লোগো উন্মোচন ও  মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চ্যানেল আই ক্ষুদে গানরাজ উদয়, স্বর্ণা, সেরাকন্ঠের ইমরান খন্দকার এবং মাগুরার মেয়ে শিল্পী মহুয়া লিপি। কবিতা আবৃত্তি করেন পুরষ্কার প্রপ্ত আবৃত্তি শিল্পী উম্মে হাবিবা ইসলাম।

মাগুরা/ ২৮ সেপ্টেম্বর ১৯