মাগুরার কৃতি মুখ
ব্যাংক এশিয়ায় কৃতিত্বের স্বাক্ষর রাখছেন মাগুরার আকিদুল

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা সদরের বেরইল গ্রামের সন্তান এল এম আকিদুল ইসলাম বর্তমানে দেশের অন্যতম প্রধান বেসরকারি প্রতিষ্ঠান ব্যাংক এশিয়ার কেন্দ্রীয় কার্যালয়ের পিপলস ম্যানেজমেন্ট ডিভিশন এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। পিতা মরহুম শরাফত লস্কর, মাতা মরহুমা পারুল বেগম এর কনিষ্ঠ সন্তান আকিদুল ব্যাংকিং পেশায় সফলতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। সফল উদীয়মান তরুণ ব্যাংকার আকিদুল ২০১৩ সালে ব্যাংক এশিয়ায় যোগদান করেন। এর আগে তিনি আরও কয়েকটি প্রতিষ্ঠানে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। পেশাগত সাফল্যের অর্জন হিসেবে ইতিমধ্যে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাড়তে সক্ষম হয়েছে। শিক্ষা জীবনে এম.কম ডিগ্রীর পাশাপাশি এমবিএ ডিগ্রীধারী আকিদুল পেশাগতভাবে আইবিএ থেকে এইচআরএমসি ডিগ্রীর পাশাপাশি নানা রকম প্রশিক্ষণে সাফল্যের প্রমাণ রেখেছেন। তার সাফল্যে সকল আত্মিয় স্বজন, বন্ধু ও শুভাকাংখিরা তাকে দোয়া, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মাগুরা/১৯ সেপ্টেম্বর ১৯
« মাগুরায় তিন দিন ব্যাপি হেলথ ক্যাম্প শুরু (Previous News)
Comments are Closed