স্পোর্স্টস ডেস্ক
মাগুরায় শেখ রাসেল অনুর্ধ্ব-১৫ ফুটবল টুর্ণামেন্টে ১ম সেমিফাইনাল খেলায় আছাদুজ্জামান স্পোর্টস একাডেমী ফাইনালে উঠেছে । মঙ্গলবার বিকালে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে আছাদুজ্জামান  স্পোর্টস একাডেমী ৭-১ গোলের বিশাল ব্যবধানে নড়াইল ফুটবল একাডেমীকে পরাজিত করে ।
খেলার প্রথমার্ধের ৬ মিনিটে নড়াইল ফুটবল একাডেমীর খেলোয়াড় নয়ন ১টি গোল করেন। পরে আছাদুজ্জামান  স্পোর্টস একাডেমীর চৌকস খেলোয়াড় শাকিল পুরো খেলায় রাজত্ব চালিয়ে একাই ৫টি গোল করেন। একই দলের খেলোয়াড় ইব্রাহিম ও রিফাত আরো ১টিকরে গোল করে দলকে বিজয়ী করে।  সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আছাদুজ্জামান স্পোর্টস একাডেমীর চৌকস খেলোয়াড় শাকিল । তার হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন।
মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আছাদুজ্জামান  স্পোর্টস একাডেমী এ টুর্ণামেন্টের আয়োজন করে । টুর্ণামেন্টে ৮টি ফুটবল দল অংশ নিচ্ছে। আজ বুধবার যশোরের শামসুলহুদা  ফুটবল দল মুখোমুখি হবে যশোরের অন্যতম ফুটবল দল আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমীর । সেমিফাইনালে খেলার ধারা বিবরণী দেন জাতীয় ধারাভাষ্যকর প্রদ্যুৎ কুমার রায় ও কুমার কল্যাণ। এ খেলাকে ঘিরে পুরো মাগুরা এখন উৎসব মুখর। খেলায় খুলনা বিভাগের ৮টি জেলার ফুটবল দল অংশ নিচ্ছে।

মাগুরা / ২৭ আগস্ট ১৯