বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
ডেঙ্গু রোগীর চাপে মাগুরার ২৫০ শয্যার হাসপাতালের নিচতলায় ডেঙ্গু রোগীদের জন্য পৃথক ওয়ার্ড স্থাপন করা হয়েছে। গতকাল রবিবার পর্যন্ত মাগুরা সদর ও মহম্মদপুর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩২  রোগী ভর্তি হয়েছে। যার মধ্যে ৪ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। ইতিমধ্যে মাগুরার ২জন রোগী ফরিদপুর ও ঢাকায় মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। তবে আক্রান্তদের মধ্যে ২জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে। বাকিরা ঢাকা থেকে আক্রান্ত হয়ে মাগুরা হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার স্বপন কুমার কুন্ডু বলেন, আগামী ঈদুল আযহা উপলক্ষে ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়ি আসবে অনেকেই। তাদের মধ্যে অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত থাকতে পারে। সে বিষয়টি মাথায় নিয়ে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ইতিমধ্যে ডেঙ্গু রোগ পরীক্ষার জন্য প্রায় ২৫০ পিচ কিডস্ সরবাহ করেছেন । পাশাপাশি তার পরামর্শ অনুয়ায়ী হাসপাতালের একটি ওয়ার্ড সম্পূর্ণ ডেঙ্গু রোগীদের জন্য দেয়া হয়েছে। সেখানে ৩০ জন রোগী থাকতে পারবে। আলাদা দ্ইুটি কক্ষে ১৫ জন রোগী থাকাতে পারবেন। এছাড়াও তাৎক্ষণিক প্রয়োজনে ব্যবস্থা নেয়া হবে। এদিকে ডেঙ্গু বিষয়ে সচেতনতা বাড়াতে স্বাস্থ্য বিভাগ, পৌরসভাসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থা মাইকিং, হ্যান্ডবিলসহ নানা প্রচারণা চালাচ্ছে। মাগুরা পৌরসভার পক্ষ থেকে বাসাবাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানে মশক নিধন অভিযান চালাচ্ছে।   রবিবার সকালে মাগুরার মহম্মদপুর উপজেলার জয়ন্তী সাহা(২৮) নামে এক গৃহবধূ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার মহম্মদপুর থেকে ঢাকায় গিয়ে মারা গেছেন সৈয়দা দিলরুবা(৪৫) নামে অপর নারী।

রূপক /মাগুরা  / ৪ আগস্ট ১৯