বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা সদরের বেরইল এলাকার  ঐতিহ্যবাহি বেরইল নাজির আহমেদ কলেজের ১ হাজারের বেশী ছাত্রছাত্রীর মাঝে গাছের চারা বিতরণ করেছে কলেজ কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সমাবেশ থেকে এ গাছের চারা বিতরণ করা হয়।  কলেজ অধ্যক্ষ খন্দকার হায়াত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার মালা রানী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শামীম খান, ইঞ্জিনিয়ার আবু হাসান, সাংবাদিক রূপক আইচসহ অন্যরা। সভা থেকে কলেজটির নিয়ম শৃংখলা ও শিক্ষার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন অতিথিবৃন্দ। বক্তারা জানান- এ কলেজটিকে একটি সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও মোবাইল ফোনমুক্ত পরিবেশ বান্ধব কলেজ হিসেবে ঘোষণা করা হয়েছে। এরফলে এখানকার লেখাপড়ার মান দিনদিন উন্নততর হচ্ছে।

মাগুরা/ ১৫ জুলাই ১৯