বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা শহরের পারনান্দুয়ালী শান্তিপাড়া এলাকায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে ৭ম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ হয়েছে। আজ শুক্রবার বিকেলে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহম্মদ আল হোসেন গোপন খবরের ভিত্তিতে সদর উপজেলা প্রশাসন ও জেলা পুলিশের সহায়তায় ওই স্কুল ছাত্রীর বাড়িতে যান। এ সময় পুলিশের সহায়তায় মাগুরা দুধমল্লিক বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীর বাড়িতে উপস্থিত হন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহম্মদ আল হোসেন। (সঙ্গত কারণে মেয়ের নাম ও ছবি ব্যবহার করা হলো না)। এ সময়   ছেলে পক্ষের লোকজনকে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। একই সঙ্গে মেয়ের বাবা পিকুল শেখ ১৮ বছর পর্যন্ত মেয়ের বয়স না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেয়া হবেনা মর্মে লিখিত মুচলেকায় স্বাক্ষর করেন।

 

মাগুরা/১৪ জুন ১৯