বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গ্রামের সকল বয়সের ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে প্রেসিডেন্সী ইন্সটিটিউট অব টেকনোলজী। মাগুরা সদরের  গোয়ালবাথানে প্রত্যন্ত গ্রামে কারিগরি শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে গ্রামের শিশুদের নিয়ে বঙ্গবন্ধু ও দেশের গান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্রাংকন প্রতিযোগিতাশেষে পুরস্কার বিতরণ করে। রবিবার দিনব্যাপী চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীসহ প্রায় ৩শ অংশগ্রহণকারির সকলকে পুরস্কৃত করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, প্রকৌশলী শেখ নবীব আলী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেরইল নাজির আহমেদ কলেজের সহকারি অধ্যাপক ধ্রুব কুমার দাম, নহাটা গার্লস স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক মোঃ নওশের আলী, প্রেসিডেন্সি ইন্সটিটিউট অব টেকনোলজীর ইন্সট্রাক্টর মোঃ রিয়াজুল হকসহ অন্যরা।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রকৌশলী শেখ নবীব আলী জানান- বঙ্গবন্ধু বাংলাদেশের তৃণমূল মানুষের অন্তরের স্পন্ধন। তার শততম জন্মবার্ষিকীতে প্রত্যন্ত এ গ্রামের কৃতি ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত করা হয়েছে । সেইসাথে অবহেলিত এ অঞ্চলের প্রতিটি ছাত্রছাত্রীর হাতে পুরস্কার তুলে দিতে পেরে আমরা গর্বিত। প্রত্যন্ত অঞ্চলে কারিগরি শিক্ষার বিস্তারের জন্য প্রেসিডেন্সি কলেজ ভূমিকা রাখছে। এলাকাবাসির সহযোগিতায় যা অব্যহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রূপক /মাগুরা /১৮ মার্চ ১৯