বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
জিপিআরএস প্রযুক্তি ব্যবহার করে পাবনা থেকে চুরি যাওয়া একটি প্রাইভেটকার  মঙ্গলবার মাগুরা থেকে উদ্ধার করা হয়েছে। মাগুরা সদরের ডেফিুলিয়া গ্রামের একটি বাড়ি থেকে সকালে পুলিশ এলিয়েন ব্রান্ডের এই প্রাইভেট কারটি উদ্ধার করে। তবে চোর চক্রের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সংঘবদ্ধ একটি চোর চক্র পাবনা এডওয়ার্ড কলেজের সহযোগি অধ্যাপক রবিউল ইসলামের এই প্রাইভেট কারটি কৌশলে চালককে অচেতন করে পাবনা থেকে চুরি করে নিয়ে আসে।  পরে এটি তারা মাগুরা সদরের ডেফুলিয়া এলাকার কুঠি বাড়ি নামের একটি বাড়িতে লুকিয়ে রাখে। গাড়িতে জিপিআরএস ট্রাকার লাগানো থাকায় ওই প্রযুক্তির মাধ্যমে গাড়ির অবস্থান সনাক্ত করে পুলিশ।  মাগুরা সদর থানা পুলিশ মঙ্গলবার ভোরে ওই বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে গাড়িটি উদ্ধার করে। এ সময় সেখানে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করে পুলিশ। সংঘবদ্ধ একটি চোর চক্র ওই বাড়িটি ভাড়া নিয়ে এধরণের অপরাধ সংঘটিত করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাড়ির মালিক খায়রুল ইসলামের  কাছ থেকে সম্প্রতি এটি ভাড়া নিয়েছে শহরের খালকুল পাড়ার মনোয়ার হোসেনের ছেলে হিটু। পুলিশ বাড়ির বর্তমান ভাড়াটিয়া হিটুকে সন্ধান করছে। তাকে আসামী করে একটি মামলা হয়েছে। চোর চক্রকে সন্ধানের চেষ্টা চলছে।

রূপক /মাগুরা /২৬ ফেব্রুয়ারী ১৯