পৃথিবীতে এখন আমরা সম্মানিত দেশ- ড. শ্রী বীরেন শিকদার

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
পৃথিবীর বুকে এখন আমরা সম্মানিত দেশ। বাংলাদেশের মানুষকে এখন আর কেউ ক্ষুধা দারিদ্র পিড়ীত ভিক্ষুকের জাতি বলে দেখে না। যুগান্তকারী এ উন্নয়নে কৃষি ও কৃষকের ভূমিকা অনন্য। উন্নত প্রযুক্তির কৃষি ব্যবহার করে আমাদের দেশের কৃষকরা আমাদের বিশাল জনসংখ্যার এই দেশের মানুষকে খাওয়ার ব্যবস্থা করেছে। আর বর্তমান সরকার কৃষকদের সকল প্রয়োজনে সব সময় পাশে থেকেছে। এখন আর কৃষককে সারের পেছনে ঘুরতে হয় না। সারই কৃষকের পেছনে ঘোরে। বিদ্যুতের জন্য এখন আর দিনের পর দিন সেচযন্ত্রবন্ধ থাকে না। ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেয়ে কৃষক এখন আগের চেয়ে অনেক বেশী উৎপাদন করতে পারে। কৃষি বিভাগের নিত্য নতুন কৃষি প্রযুক্তি আবিস্কার ও মাঠ পর্যায়ে কৃষকের মাঝে তা পৌছে দেয়ায় কৃষি এখন শিল্পে পরিণত হয়েছে। কৃষি বিভাগের এ কাজকে এগিয়ে নিতে হবে। উন্নত কৃষির মাধ্যমে উন্নত বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। মাগুরায় কৃষি প্রযুক্তি মেলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি।
জেলা প্রশাসক আলী আকবর এর সভাপতিত্বে আজ সোমবার বিকেলে মাগুরা নোমানী ময়দানে মেলার সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ জাহিদুল আমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) আক্তারুন্নাহার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কানাই লাল স্বর্ণকারসহ অন্যরা।
গত ২৩ ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে এ মেলা চলে ২৬ ফেব্রুয়ারী শেষ হলো।
রূপক/মাগুরা/ ২৬ ফেব্রুয়ারী ১৯
« মাগুরায় জাপা প্রার্থী হাসান সিরাজ সুজার মনোনয়নপত্র দাখিল (Previous News)
Comments are Closed