রূপক আইচ, মাগুরাবার্তা
মাগুরার নাকোল ইউনিয়ন পারিষদ এর চেয়ারম্যান হুমায়ুনুর রশিদ মুহিত আবারও প্রমাণ করলেন তার সাংগঠনিক দক্ষতা ও এলাকার মানুষের প্রতি তার ভালবাসার বহিপ্রকাম।  নাকোল রাইচরণ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে তিনি যেমন দক্ষতার প্রমাণ রেখেছেন। সেইসাথে চেয়ারম্যান হিসেবেও এলাকার মানুষের  বিনোদনে তার রয়েছে অনবদ্য ভূমিকা।  সাথে প্রমাণ রেখেছেন যোগ্য সাংস্কৃতিক সংগঠক হিসেবেও। রবিবার সন্ধ্যায় স্কুল ও নাকোল ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে গুনিজন সম্বর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে একাধারে তিনি যেমন দক্ষ উপস্থাপকের ভূমিকা পালন করেন। অন্যদিক অনুষ্ঠানের শৃংখলা রক্ষায়ও রাখনে শক্ত প্রশাসকের ভূমিকা। নাকোল ইউনিয়নের মানুষ বহুদিন পর একটি চমৎকার সংগীত সন্ধ্যা উপভোগ করলো তার ব্যক্তিগত প্রচেষ্টায়। সন্ধ্যা থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত মানুষ একটানা উপভোগ করেছেন বর্তমান প্রজন্মের প্রিয় শিল্পী প্রতীক হাসান, ঝিলিক, দোলা, আপেল ও শান্তার গান। যে গানে গভীর রাত পর্যন্ত মুখরিত ছিল সকল বয়সের হাজার হাজার দর্শক। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে জনপ্রিয় চেয়ারম্যান  হয়ে গেলেন সকলের প্রিয় ভাই মুহিত। বন্ধুর মত দর্শকদের বললেন- শালিনতা বজায় রেখে নাচে অংশ নিতে। দর্শক তখন বিশাল মঞ্চের সামনে মুখরিত হলো শিল্পী প্রতীক হাসানের গানের সাথে । মঞ্চ থেকে দর্শকদের সাথে নেচে নেচে দর্শকদের সাথে তাল মিলালেন প্রিয় মুহিত ভাই। সঙ্গে ছিলেন নাকোল স্কুলের কৃতি ছাত্র,  চ্যানেল আই এর সিনিয়র ফটো সাংবাদিক ও মাগুরাবার্তার উপদেষ্টা সম্পাদক শাহিনুর আহমেদসহ আয়োজকরা। দর্শক, আয়োজক ও শিল্পীর এই চমৎকার মেলবন্ধনের এ সন্ধ্যাটি অনেকদিন মনে রাখবে এলাকার মানুষ।

 

মাগুরা/২৮ জানুয়ারী ১৯