বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরায়  শুক্রবার ভারতের সোনালী অতীত ক্লাবের সাথে বাংলাদেশ সোনালী অতীত ক্লাবের আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা ৩ টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে উভয় দলেই থাকছে দুদেশের জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড়বৃন্দ ।
এ খেলার অন্যতম আয়োজক বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় জিল্লুর রহমান লাজুক জানান- দেশের ফুটবলের উন্নয়নে ও নতুন প্রজন্মের মাঝে ফুটবলকে আরো বেশী জনপ্রিয় করতে এ খেলার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের সম্প্রীতির বন্ধন আরো সুসংহত ও বেগবান হবে বলে আশা করেন তিনি।  ইতিমধ্যেই এ খেলা নিয়ে  মাগুরায় ব্যাপক উৎসাহ ও আলোড়ন সৃস্টি হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশের সোনালী অতীত ক্লাব মাগুরা দলের পক্ষে সাবেক জাতীয় দলের তারকা খেলোয়াড় শেখ মোঃ আসলাম(অধিনায়ক), কায়সার হামিদ,  আলফাজ, নকীব, আশরাফউদ্দিন আহমেদ চুন্নু , আরমান, মেহেদী হাসান উজ্জল, লাজুক ও ইউনূস সহ স্বনামধন্য খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করবেন।
অন্য দিকে কলকাতার ওয়েস্ট বেঙ্গল সোনালী অতীত ক্লাব এর পক্ষে ভারতের  জাতীয় দল সহ কোলকাতা লীগের এক সময়ের তুখোড় খেলোয়াড় পার্থ রায় (অধিনায়ক), দীপক দত্ত, সমরেশ কুন্ডু , অয়ন মজুমদার , কৌশিক চক্রবর্তী , চন্ডীচরন , দীপক গাইন , পলাশ রায়, নান্টু দাশসহ  প্রখ্যাতসব সাবেক খেলোয়াড় অংশগ্রহণ করবেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন  মাগুরার  জেলা প্রশাসক আতিকুর রহমান। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব সাইফুজ্জামান শিখর, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান , জেলা পরিষদের চেয়ারম্যান  পংকজ কুন্ডুসহ অন্যরা।

রূপক আইচ/মাগুরা /২০ সেপ্টেম্বর ১৮