Main Menu

খালেদা জিয়ার মুক্তির দাবীতে মাগুরায় বিএনপি’র মানববন্ধন

Magura BNP pic -1

স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা, কারাগারে আদালত বসানোর প্রতিবাদ এবং নি:র্শত মুক্তির দাবিতে মাগুরা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন করেছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সোমবার সকাল ১১টায় মাগুরা নতুন বাজার সড়কে জজ কোর্টের সামনে এ মানবন্ধন কর্মসূচি সম্পন্ন হয়।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আকতার হোসেনের সভাপতিত্বে মানবন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অ্যাড. শাহেদ হাসান টগর, এ্যাড. ওয়াসিকুর রহমান কল্লোল, হাসানুর রহমান হাসু, অ্যাড. তরিকুল ইসলাম কবিরসহ। বক্তারা কারা অভ্যন্তরে আদলত স্থাপনের নিন্দা ও অবিলন্বে বেগম জিয়ার সু চিকিৎসা এবং নি:শর্ত মুক্তি দাবি করেন।

রূপক /মাগুরা /১০ সেপ্টেম্বর ১৮


Comments are Closed