মাগুরায় তথ্য অফিসের সচেতনতামূলক উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার,মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে ” শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় রোববার বিকেলে শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের ওহিদুর মেম্বারের বাড়ির আঙ্গিনায় সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, শ্রীপুর মোছাঃ তাহমিনা অাফরোজ, টুপিপাড়া গ্রামের মোঃ বাদশা মিয়া। এ উঠান বৈঠকে নারী ও শিশুর অধিকার, নারীর ক্ষমতায়ন, নারী- পুরুষের সমতা, শিশুর শিক্ষা, নারী শিক্ষা, জন্ম নিবন্ধন, স্যানিটেশন, বাল্যবিবাহ রোধ ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা করা হয়। এ উঠান বৈঠকে শতাধিক নারী অংশগ্রহণ করেন।
মাগুরা/১০ সেপ্টেম্বর ১৮
« মাগুরায় সাইফ পাওয়ার ফুটবল লীগে আছাদুজ্জামান চ্যাম্পিয়ন (Previous News)
(Next News) মাগুরা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ হলেন ডা. অলোক সাহা »
Comments are Closed