তাছিন জামান, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা জি-৭ শীর্ষ সম্মেলন ও আউটরিচ অধিবেশনে যোগদান করতে কানাডার কুইবেক শহরে পৌঁছান। কানাডার সুপ্রিম কোর্টের নিষেধ থাকা স্বত্তেও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় বিএনপি-জামাত সমর্থক বিক্ষোভ প্রদর্শন করার চেষ্টা করে। তারা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর শব্দ ব্যবহার করে। তাদের আচরণও ছিল বিপদজনক। বিএনপির এসব কর্মকাণ্ড তাৎক্ষণিকভাবে ভাবে কানাডা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক মাগুরার সন্তান আবু হুরায়রা আশিক নয়ন এর নেতৃত্বে সাবেক ছাত্রলীগ নেতা সোহেল শাহরিয়ার রানা, কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান , যূগ্ন সাধারণ সম্পাদক এস এম সাজ্জাদ হোসেন, সহ সভাপতি ডেভিড সালমান, সহ সভাপতি পূজন দাস, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ প্রতিবাদ প্রতিহত করে। ছাত্রলীগ নেতাকর্মীরা বিএনপি কে ধাওয়া করে এবং দ্রুত তারা সে স্থান থেকে চলে যায় । উল্লেখ্য ইতিপূর্বে কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায় দেয়।

মাগুরা/১১ জুন ১৮

6'x3' PVC 1 copy