বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
এবারের এসএসসি পরিক্ষায় শ্রীপুর উপজেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ফলাফলের উপর মূল্যায়ন সভা আজ শ্রীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী এ মূল্যায়ন সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয়ের কারণ ও করনীয় নিয়ে আলোচনা করা হয়।   সভায় ফলাফল বিপর্যয়  থেকে উত্তোরণে সকলের সহযোগিতা কামনা করেন শিক্ষকবৃন্দ। স্কুলগুলির প্রধান শিক্ষকবৃন্দের দেয়া তথ্যমতে ফল বিপর্যয়ের কারণগুলির মধ্যে অন্যতম হল-
১. শিক্ষা প্রতিষ্ঠানে দূর্বল শিক্ষক নিয়োগ।
২. মৌসুমি কাজে শ্রমিক হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণ।
৩.বিনা অনুমতিতে বিদ্যালয় ত্যাগ।
৪. নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিতি।
৫. অবিভাবকদের অসহযোগিতা।
৬. স্থানীয় রাজনৈতিক অস্থিরতা।
সভা থেকে এ অবস্থা থেকে উত্তোরণে এবং পরীক্ষায় ভাল ফলাফল বয়ে আনতে কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
১. প্রতিটি বিদ্যালয়কে ভাল ফলাফল অর্জনের জন্য পৃথক পৃথক কর্মপরিকল্পনা গ্রহণ।
২. প্রতি শ্রেনী থেকে পরবর্তী শ্রেনীতে উত্তীর্ণ হতে হলে ছাত্র-ছাত্রীদের সকল বিষয়ে পাশ বাধ্যতামূলক।
৩. বিদ্যালয় পরিচালনা কমিটির সভা আহবান করে কর্মপরিকল্পনা প্রণয়ন।
এসকল কার্যক্রম বাস্তবায়ন করা হলে শ্রীপুর উপজেলার শিক্ষার মান বৃদ্ধি পাবে এবং মানসম্মত শিক্ষা বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা করেন শ্রীপুর উপজেলা প্রশাসন।

তবে শিক্ষা মানোন্নয়নে স্ব স্ব স্কুলের প্রধান শিক্ষক ও শ্রেণী শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনার বিষয়ে মতামত ব্যাক্ত করেছেন অনেকে। 

 

রূপক/মাগুরা/২৯ মে ১৮