স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা সদর উপজেলার আমুড়িয়া বাজারের পাশে আজ মঙ্গলবার দুপুরে নিয়ন্ত্রন হারিয়ে একটি বাস পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় বাসটিতে থাকা অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা মাহবুবুর রহমান টিটো জানান- দুপুর ১২টার দিকে মাগুরা-বুনাগাতি রুটের একটি লোকাল বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়।  বাসের যাত্রীরা জানালা দিয়ে বেরিয়ে যান। এতে অন্তত ১২ জন যাত্রী আহত হন। তবে ভাগ্যক্রমে কেউই গুরুতর আহত হননি। বাসটি সামান্য বেশী দুরে গিয়ে পড়লেই পানিতে ডুবে অনেক যাত্রীর বড় ধরনের ক্ষতি হতে পারতো বলে জানান তিনি। আহতদের আমুড়িয়া বাজারে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার গোলাম সরোয়ার জানান- দূর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে পানিতে পড়ে যাওয়া বাসের নিচে কেউ চাপা পড়েছে কিনা তা খোঁজ করে দেখি। সেখানে কাউকে পাওয়া যায়নি। পানিতে পড়ে যাওয়া বাসটি উদ্ধারের জন্য মালিক কর্তৃপক্ষ চেষ্টা চালাচ্ছে।

রূপক/মাগুরা/২৯ মে ১৮