বুনাগাতিতে ব্যবসায়িকে কুপিয়ে যখম

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার শালিখা উপজেলার বুনাগাতী বাজারের মহিদুল ইসলাম (২৮) নামে এক বিকাশ এজেন্ট ও ক্রোকারিজ ব্যবসায়ীকে গতকাল বুধবার রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে।
ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যরা জানান- রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ী ফেরার পথিমধ্য ওত পেথে থাকা সন্ত্রাসীরা তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এক পর্যায়ে শিমূল শিকদার (১৮) পিং – কবুল শিকদার কে জাপটে ধরেন মহিদুল। পরে তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন শিমুলকে আটক করে। তাকে পুলিশে সোপর্দ্দ করা হয়েছে। শিমুল ওই এলাকার হাটবাড়ীয়া গ্রামে বাসিন্দা। ওই রাতেই স্থানীয়ভাবে চিকিসাদিয়ে মহিদুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যাবেক্ষনে রয়েছে সে। তাহার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ব্যপারে মামলা শালিখা থানায় মামলা প্রস্তুতি চলছে।
রূপক /মাগুরা/১০মে ১৮
« কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি পদে লড়ছেন মাগুরার সৈকত (Previous News)
Comments are Closed