শ্রীপুর প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার শ্রীপুর উপজেলার তারিউজিয়াল আন্না মিয়া হাফেজিয়া এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের
২৬ জন শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত । এদের মধ্যে ৯ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
জানা যায়, রবিবার তারাউজিয়াল গ্রামের বেলায়েত আলীর বাড়িতে দোয়ার মাহফিলে প্রচন্ড গরমে দুপুরের খাবার খেয়ে উক্ত এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের ২৬ জন শিক্ষার্থী ওইরাতে অসুস্থ্য হয়ে পড়ে এবং সোমবার সকালে তাদের হাসপাতালে ভর্তি হয় । ভর্তির পরপরই ১৭ জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং ৯ জনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীনে রাখা হয়েছে। ভর্তিকৃতরা হচ্ছে আবু তালহা (৮), রনি আলী (৭), জয়নাল (১১),আবির শেখ (১১), ইয়াকুব (১০), ইউসুফ (১০), রাহাত (১১), সাইদুর (৯) ও আবু জার (১০)।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আশিক এহসান মঙ্গলবার সাংবাদিকদের বলেন, প্রচন্ড গরমে দুপুরের খাবার খেয়েই মুলতঃ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। বেশ কয়েকজনকে চিকিৎসা দিয়ে সুস্থ্য করে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি ৯ জন স্থিতিশীল অবস্থায় রয়েছে।