রূপক আইচ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এ বছর দেশের মধ্যে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় ও একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার দেশের সেরা প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। আগামী ৬ মার্চ মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ ঢাকার ওসমানি স্মৃতি মিলনায়তনে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে এর আনুষ্ঠানিক স্বীকৃতি তুলে দেবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) সাবের হোসেন স্বাক্ষরিত এক পত্রে আজ বুধবার এ তথ্য জানা গেছে। একসঙ্গে একই স্কুল ও শিক্ষকের দেশসেরা হওয়ার এ গৌরবের সংবাদে আজ বুধবার দুপুরে স্কুলে আনন্দের বণ্যা নেমে আসে।
সরেজমিনে দেখা গেছে উপজেলা পর্যায়ের এ স্কুলটি গত কয়েক বছর ধরে সাধারণ পাঠদানের পাশাপাশি নানা রকম ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে বিদ্যালয়ে লেখাপাড়ার মানোন্নয়নে সচেষ্ট আছেন। অন্য দশটি স্কুলের মতই অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে থেকেও স্কুলে নিজস্ব অর্থায়নে নিজস্ব ওয়েব সাইট পরিচালনা, ডিজিটাল ভর্তি, জেলায় প্রথম ডিজিটাল হাজিরা, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সততা স্টোর, মহানুভবতার দেয়াল, নিয়মিত মিড ডে মিল, শিক্ষা বান্ধব ক্যাম্পাসসহ নানা আয়োজনে স্কুলটি হয়ে উঠেছে অনন্য সাধারণ। একই সঙ্গে দুইটি ক্যাটাগরিতে দেশের সেরা হওয়ায় স্কুল কর্তৃৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছেন সুধি মহল।
এ প্রসঙ্গে স্কুলটি প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার তার প্রতিক্রিয়ায় বলেন- একটি শিশু যখন স্কুলে আসে তখন তাকে সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক, মানবিক, সামাজিক ও দেশাত্মবোধ সম্পন্নসহ বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করতে পারাই প্রকৃত শিক্ষার কাজ। আমরা আমাদের স্কুলে সে ধরণের শিক্ষার পাশাপাশি প্রত্যেক শিক্ষককে এক একজন আদর্শ মানুষ হিসেবে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর সার্বিক এই টিমওয়ার্কের ফসল হিসেবেই আমরা আজ দেশসেরার এই গৌরব অর্জন করতে পেরেছি। এজন্য আমরা অবশ্যই স্কুল প্রশাসন, শিক্ষা প্রশাসন, স্থানীয় উপজেলা প্রশাসন ও সর্বোপরি জেলা প্রশাসক মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। এছাড়া স্কুলের অভিভাবক মন্ডলী ও স্থানীয় শিক্ষানুরাগি জনগণ যেভাবে আমাদের সহযোগিতা করেছেন তাও আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি।
মাগুরার জেলা প্রশাসক মোঃ আতিকুর রহমান এক প্রতিক্রিয়ায় জানান- আশে পাশের অন্যান্য স্কুলগুলি যখন সাধারণ মানের শিক্ষা দিতে ব্যাস্ত, আড়পাড়া মডেল প্রাথমিক বিদ্যালয় সেখানে উজ্জ্বল ব্যতিক্রম। এ যেন স্রোতের বিপরীতে এক বিজয় যাত্রা। আড়পাড়া মডেল ও এর প্রধান শিক্ষকের দেশসেরা হওয়ায় অভিনন্দন জানাই। তাদের দেখাদেখি অন্যরাও অনুপ্রাণিত হবে এই কামনা করি।
মাগুরা/২৮ ফেব্রুয়ারী ১৮