তাছিন জামান, স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
দূরারোগ্য লিভার রোগে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মাগুরার মহাম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের কাদের মন্ডল এর পরিবারের স্বচ্ছলতার জন্য তাদেরকে একটি ইজি বাইক উপহার দিয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ বুধবার দুপুরে ইনসেপ্টার প্রতিনিধির উপস্থিতিতে কাদেরের বাবা রাশেদ মন্ডলের হাতে এ ইজিবাইকের চাবি তুলে দেয়া হয়। 

জানা গেছে, মাগুরার মহাম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের হতদরিদ্র কাদের মন্ডল অদম্য মেধাবী ছাত্র। সে বিনোদপুর বিকে মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি এবং বিনোদপুর কলেজ থেকে এইচ এস সি পাশ করার পর গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে। সম্প্রতি তার ভাইরাস জনিত রোগ ধরা পড়েছে। তার লিভারের ৪৫ভাগ ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার সাহায্যের জন্য আবেদনের একটি সংবাদ মাগুরার জনপ্রিয় অনলাইন পোর্টাল মাগুরা বার্তায় প্রকাশিত হলে দেশের বৃহৎ ঔষধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেডের নজরে আসে। তারা হত দরিদ্র কাদের মন্ডলের পিতা রিকশা চালক রাশেদ মন্ডল কে ইনসেপ্টার পক্ষ থেকে একটি ইজি বাইক দিয়ে চেয়েছিলেন। আজ ২১ শে ফেব্রুয়ারি বুধবার দুপুর ১২ টায় ইজিবাইকটি কাদের মন্ডল  ও তার বাবা  রাশেদ মন্ডল, মাগুরা বার্তার প্রতিনিধি তাছিন জামান ইনসেপ্ট কোম্পানির পক্ষ থেকে একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এসময় কাদের মন্ডল মাগুরাবার্তার সম্পাদক রূপক আইচ, উপদেষ্টা সম্পাদক শাহিনুর আহমেদ, প্রতিনিধি তাছিন জামান এবং ইনসেপ্টা কোম্পানির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রূপক আইচ/মাগুরা/ ২১ ফেব্রুয়ারী ১৮