তাছিন জামান,স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ের আগের দিন ৭ ফেব্রুয়ারি হাই কমিশনারের কাছে স্মারকলিপি দিতে গিয়ে তাকে না পেয়ে ভাংচুর চালায় যুক্তরাজ্য বিএনপি-জামায়াতের কর্মীরা। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় সময় মঙ্গলবার মাগুরার শ্রীপুরের সন্তান মালয়েশিয়া আওয়ামীলীগের আহবায়ক রেজাউল করিম রেজার উদ্যোগে সকালে কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের সামনে মানববন্ধন থেকে ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করে হাই কমিশনের পলিটিক্যাল মিনিস্টার রইছ হাসানের কাছে স্মারকলিপি দেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। আয়োজক সংগঠনের আহ্বায়ক রেজাউল করিম রেজার নেতৃত্বে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান অহিদ। 28117544_1467074606753248_2082686286_nআরও বক্তব্য দেন- সংগঠনের যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল, যুবলীগ মালয়েশিয়া শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এ কামাল হোসেন চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী, হুমায়ুন কবির, প্রদীপ কুমার, লিটন আজিজ দেওয়ান, হাবিবুর রহমান, আমীন, মিনহাজ উদ্দিন মিরান, মাসুদ রানা, রাহাদ উজ্জামান, মিনহাজ উদ্দিন মিরান, ফয়সাল হক, কাজী সারজিল সায়েফ, আব্দুল বাতেন, হারুনুর রাশিদ মিয়াজী, আবুল কালামসহ অন্যরা।

মাগুরা/১৬ ফেব্রুয়ারী ১৮