রূপক আইচ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মানবতার এক অনন্য অভিন্ন টানে মাগুরায় এলেন তিনি। মাগুরার দারিদ্র পিড়িত প্রত্যন্ত গ্রাম বেঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২শ ছাত্রছাত্রীর সারাবছর দুপুরে খাওয়ার দায়িত্ব নিলেন। তিনি আর কেউ নন ঢাকার গুলশানের বিশিষ্ট ব্যবসায়ী ও ডায়মন্ড ওয়ার্ল্ড বাংলাদেশের মালিক দিলীপ কুমার আগারওয়ালা।01

আজ শনিবার দুপুরে তিনি স্কুল মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে এ ঘোষণা দেন। নিজের মায়ের ইচ্ছায়ই শিশুদের মুখে প্রতিদিন অন্ন তুলে দেয়ার অভিপ্রায়ে তিনি এ ধরনের কার্যক্রমে সঙ্গী হয়েছেন বলে জানান। গৌতম কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সাইফুজ্জামান শিখর। 20180120_140304অনুষ্ঠানে দীলিপ আগারওয়ালা ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা পংকজ কুন্ডু, সুকুমার চৌধুরী, আশিষ রাই চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রোস্তমি আলী, রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবুল ফকির, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ আনিসুর রহমান খোকন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা  মোঃ আশরাফুল আলমসহ অন্যরা। 33

এ সময় দিলিপ আগারওয়ালা প্রত্যন্ত এ গ্রামের স্কুলটির সকল ছাত্রছাত্রীর সারা বছর দুপুরের খাবার (মিড ডে মিল) এর দায়িত্ব নেন। তিনি টিফিন বাক্সে শিশুদের জন্য খাবার বিতরণ করেন।  মিড ডে মিল পরিচালনার ফলে ওই স্কুলের ছাত্রছাত্রী উপস্থিতি বেড়ে যাবে  এবং শিশুদের স্বাস্থ্যের উন্নয়ন ঘটবে বলে আশা করেন আয়োজকরা।

মাগুরা /২০ জানুয়ারী ১৮