শ্রদ্ধাঞ্জলি………..

মাগুরার প্রিয়মুখ মরহুম খুরশীদ আনোয়ার খসরু ১৬ই ডিসেম্বর ২০১৬ তারিখে মৃত্যুবরণ করেন। যে বিজয়ের জন্য একদিন শত্রুর বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। সেই বিজয়ের দিনেই সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। আজ তাই বিজয়ের এই পূণ্য তিথিতে পরিবারের পক্ষ থেকে তাঁকে স্মরণ করি গভীর শ্রদ্ধা ও পরম মমতায়।

ব্যক্তিজীবনে জনাব খসরু ছিলেন উদার, সদালাপী, ধার্মিক, পরপোকারী, দেশপ্রেমিক এবং বড় মনের মানুষ। তিনি ছিলেন সাহসী ও অকুতোভয় একজন বীর মুক্তিযোদ্ধা। মুজিব বাহিনীর শ্রীপুর-মাগুরা অঞ্চলের ডেপুটি কমান্ডার। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি শ্রীপুর, কাদিরপাড়া, গাংনালিয়া, কমলাপুরসহ বিভিন্ন এলাকায় সম্মুখ সমরে পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করেছিলেন। দেশকে ভালবেসেছিলেন মায়ের মতন। তিনি বঙ্গবন্ধুর কেবিনেটের গনপূর্ত, নগর উন্নয়ন ও পুনর্বাসন, বন-মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মরহুম সোহরাব হোসেনের জ্যেষ্ঠ পুত্র। খুরশীদ আনোয়ার খসরুর ১ম মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করি। আল্লাহ যেন তাকে বেহেস্ত নসীব করুন। আমিন।

বিনম্র শ্রদ্ধায়- শাহাজাদী বেগম, মরহুমের সহধর্মীনী