বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর ইউনিয়নের বাহারবাগ এলাকা  আজ মঙ্গলবার দুপুরে  “পাকা রাস্তার কাজ নিম্নমানের হচ্ছে,” এমন খবরে   জেলা প্রশাসক মাগুরার পক্ষে ঘটনাস্থলে যান সদর উপজেলা নির্বাহী অফিসার  আবু সুফিয়ান।   সেখানে গিয়ে তিনি সরেজমিনে নিম্নমানের কাজ দেখতে পান। এ সময় ঠিকাদারের লোকজনকে ডেকে কাজ বন্ধ করে দেয়া হয়।
পরে পুরোনো ইট এর খোয়া তুলে নিয়ে নতুনভাবে ভালো মানের ইট এনে কাজ শুরু করা হয় ও ওইএলাকাবাসীকে  বুঝে নেয়ার অনুরোধ জানানো হয়।  এ সময় স্থানীয়দের কাছে জেলা প্রশাসনের মোবাইল নং  সরবরাহ করা হয়।
আবু সুফিয়ান জানান-   ১৩শ মিটারের এই রাস্তায় নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের বিষয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হয়েছে।  তিনি জনগণের সচেতনতায় সকলকে ধন্যবাদ জানান।

 

রূপক/ মাগুরা/ ১৪ নভেম্বর ১৭