সাংবাদিক শিক্ষাবিদ মিহির কুরির জন্মদিন পালন

রূপক আইচ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার প্রথিতযশা সাংবাদিক ও শিক্ষাবিদ বাবু মিহির লাল কুরির ৬৮তম জন্মদিন পালন করেছে তার প্রতিষ্ঠিত মাগুরার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান পাঠশালার ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ। আজ রবিবার বিকেলে পাঠশালা প্রাঙ্গনে কেক কেটে ও ফুল দিয়ে ছাত্রছাত্রী ও শিক্ষক মন্ডলী প্রবীণ এই শিক্ষককে সংবর্ধনা দেন। এ সময় তার জন্মদিনে অনেক অনেক শুভ কামনা জানান। শিশুদের কলকাকলিতে মুগ্ধ মিহির কুরিকে কেক খাইয়ে তারা আনন্দ উপভোগ করে। মাগুরা প্রেসক্লাবের সভাপতি মিহির লাল কুরি স্বাধীনতার পর থেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। আশির দশক থেকে তিনি মাগুরার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান মাগুরা আদর্শ ডিগ্রী কলেজে শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন। তার প্রতিষ্ঠিত পাঠশালা একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে সকলের নজর কেড়েছে।
মাগুরা/ ২০ মে ১৮
« শ্রীপুর জাসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা (Previous News)
(Next News) মাদকের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অভিযান চলবে- র্যাব ডিজি »
Comments are Closed