তাছিন জামান,স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সম্প্রতি ঢাকার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিউসনে অনুষ্ঠিত আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনায় সফল সরকারী চাকুরীজিবী সংগঠক হিসেবে বিশেষ অবদান রাখায় স্বাধীনতা সরকারী চাকুরীজিবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাগুরার মহাম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের কৃতি সন্তান আব্দুল মান্নান বিশ্বাস সম্মাননা স্মারক পেয়েছেন । 22656670_1338849512909092_1074225776_n
স্বাধীনতা সরকারী চাকুরীজিবী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দীর্ঘ দিন সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মান্নান খান, ইউসুফ হোসেন হুমায়ন, মহিলা সংরক্ষিত আসনের এমপি(ঢাকা) শিরিন নাঈম পুনম।
বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি সাব্বির আহম্মেদ রনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বহু গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু একাডেমী’র উদ্যোগে শেখ রাসেলের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সফল সংগঠক হিসেবে এওয়ার্ড তুলে দেয়া হয়। অনুষ্ঠানে জুড়ি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সফল সংগঠক হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আব্দুল মান্নান বিশ্বাস কে অ্যাওয়ার্ড- ২০১৭” এর ক্রেষ্ট এবং সন্মাননা পত্র প্রদান করে তার কাজের ভূঁয়সী প্রসংশা করেন।

মাগুরা/ ২৩ অক্টোবর ১৭