মাগুরায় ৬শ পরিবারের মধ্যে ৩০ লাখ টাকা অনুদান

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা সদর উপজেলার অন্তত ১৫ টি গ্রামে এ বছর এপ্রিল মাসে ঘুর্ণিঝড় ও সাম্প্রতিক অতিবৃষ্টি ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬শ কৃষক পরিবারের মাঝে ৩০ লাখ টাকার অনুদানের চেক বুধবার বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রোস্তম আলীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সুফিয়ান ও রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবুল ফকিরসহ অন্যরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন ইউপি চেয়ারম্যান কবির হোসেন, হাফিজার রহমান, মহব্বত হোসেন, সঞ্জিত বিশ্বাসসহ অন্যরা।
প্রত্যেক কৃষককে ৫ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেয়া হয়।
এ সময় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের জন্য সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেত তুলে ধরেন। এ অনুদানের ফলে কৃষকরা আরো উৎসাহিত হবেন বলে জানান সুবিধাভোগীরা।
রূপক/মাগুরা / ১৩ সেপ্টেম্বর ১৭
যেকোনো ধরনের বিজ্ঞাপন প্রচার রেকোর্ডিং এর জন্য যোগাযোগ করুন- ০১৯১২০০৬১০৮-০১৮১২০০৬১০৮
« মাগুরায় মাদকসেবীর ৬ মাসের কারাদন্ড (Previous News)
(Next News) বরযাত্রীর দেয়া তথ্যেই ভাঙ্গা হলো বাল্য বিয়ে »
Comments are Closed