বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার অন্যতম ঐতিহ্যবাহী শীর্ষস্থানীয় শিশু বিদ্যালয় পাঠশালায় এ বছর দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল রোববার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় শতভাগ ছাত্র-ছাত্রী সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এতে গড়ে ৮১% গোল্ডেন জিপিএ, ১২% এ+সহ বাকীরা এ গ্রেডে উত্তীর্ণ হয়। স্কুলটি মাগুরা শিশু শিক্ষায় ব্যাপক ভূমিকা রেখে চলেছে। প্রতিবছর বিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রী পঞ্চম শ্রেণীতে সরকারি বৃত্তি লাভ করে থাকে। মাগুরা শহরের নিরিবিলি আবাসিক এলাকায় বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক অধ্যাপক মিহির লাল কুরি ২০০৪ সালে স্কুলটি প্রতিষ্ঠা করনে। বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ৫’শতাধিক ছাত্র-ছাত্রী পড়াশোন করে।

স্কুলের অধ্যক্ষ মাগুরার শিশু শিক্ষার অন্যতম দিকপাল হাঁসি কুরি বলেন, এবছর আমরা নিন্ম মাধ্যমিক অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত সরকারি পাঠদানের অনুমোদন লাভ করেছি। আমাদের লক্ষ্য বিদ্যায়লটিকে একটি পূর্ণঙ্গ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা। Magura Patshala photo 02

তৃতীয় শ্রেণীর অভিভাবিকা নাছরিণ সুলতানা বলেন, বিদ্যালয়টির পড়াশুনার মান অত্যন্ত ভালো। শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত আন্তরিক। ফলে দিন দিন স্কুলটির ফলাফলের ক্রমন্নোতি ঘটছে।

মাগুরা/  ১০সেপ্টেম্বর ১৭