তাছিন জামান,স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার সকালে জতীয় তরুণ সংঘ পল্লীচিকিৎস সমিতি আয়েজিত বৃক্ষ রোপন  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উক্ত অনুষ্ঠানে বীর  মুক্তিযোদ্ধা ডা.মোল্লা মতিয়ার রহমান এর সভাপতিত্বে ও অত্র সংগঠনের সাধারণ সম্পাদক  ডা.শাহিদুজ্জামান খসরু এর সঞ্চালনায় প্রধান অতিথী ছিলেন   বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা ফয়জুর রহমান লাভু।
বিশেষ অতিথী ছিলেন তিন জন বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, লিয়াকত আলী ও আব্দুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন ডা.সৌরেন্দ্রনাথ বিশ্বাস, ডা.হারুন অর রশিদ,ডা.সুকুমার বৈদ্য,ডা.মাসুদুর রহমান,ডা.শামীম,ফয়সাল হক,সরোয়ার হোসেন প্রমুখ। বক্তারা বৃক্ষের গুণাগুণ সম্পর্কে বর্ণনা দিয়ে গ্রমের প্রতিটি বাড়িতে বৃক্ষ রোপন করার প্ররামর্শ দেন। এসময় বিভিন্ন জাতের ফলদ ও বনজ বৃক্ষ রোপন করা হয়।

মাগুরা/২ আগস্ট ১৭